অটো পোস্টঃ সাধারনত নির্দিষ্ট দিনে ও সময়ে ব্লগের লেখা অটোমেটিক প্রকাশ করাই হচ্ছে অটো পোস্ট | এজন্য
> প্রথমে ব্লগার ড্যাশবোর্ড এ যান।
> Create a Post এ ক্লিক করুন।
> একটি পোস্ট লিখুন।
> এবার ডান পাশে দেখুন Schedule লেখা আছে।
> এখানে ক্লিক করুন।
> এবার দেখুন Automatic Set date and Time লেখা আছে।
> এখানে Set date and time এ ক্লিক করুন।
> আপনি যেদিন এই লেখাটি প্রকাশ করতে চান সেদিনের তারিখ এবং সময় সেট করুন |
> এবার Done এ ক্লিক করুন।
> এবার পাবলিশ এ ক্লিক করুন।
তাহলে ঠিক নির্দিষ্ট সময়ে লেখাটি প্রকাশ হবে।