Permalink পরিবর্তন করার জন্য যা করতে হবে ** প্রথমে যে কোন একটি পোস্ট লিখুন তার টাইটেল দিন। এবার ডান পাশে দেখুন Links লেখা আছে | এখানে ক্লিক করুন | দুইটা অপশন পাবেন | এখান থেকে কাস্টম পারমালিঙ্ক সিলেক্ট করুন | এবার আপনার পোস্টের টাইটেলের সাথে মিল রেখে বা আপনার পছন্দমত কোন লিঙ্ক তৈরি করুন।
এবার Done বাটনে এ ক্লিক করুন | ব্যাস তাহলে পোস্টের পারমালিঙ্কটি তৈরি হয়ে গেছে।