তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

ডাউনলোড করুন অভ্র এর জন্য UniBijoy লেআউট





আমরা যারা বাংলাতে অনেক আগে থেকে টাইপিং এর কাজ করি তারা বিজয় কীবোর্ড এ লেখায় অভ্যস্ত । কিন্তু যখন অনলাইনে কাজ করতে হয় তখন অভ্রতে লিখতে হয় । আবার অনেকে বিজয় বাহান্নতে লিখে থাকেন । তবে যারা অভ্রতে বাংলা লিখতে চান তাদেরকে সমস্যায় পড়তে হয় । কারন অভ্রর নুতন ভার্সন গুলোতে বিজয় কীবোর্ড এর লেআউট নেই । যেগুলো আছে যেমন: ন্যাশনাল, প্রভাতি, বর্ননা, ফোনেটিক, অভ্র ইজি , এগুলোতে হঠাৎ করে  বর্ন খুজে পাওয়া যায় না । ফলে বিজয় এ লেখায় যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে বাধে যত সব বিপত্তি । তাই আজকে আপনাদের কাছে ইউনি বিজয় লেআউট নিয়ে আসলাম ।
আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন । অত:পর ডাবল ক্লিক করে ইনস্টল করুন । এরপর আপনার পিসি রিস্টার দিন ।
এখন অভ্র চালু করে কীবোর্ড লেআউট দেখুন । সবার শেষে UniBijoy যুক্ত হয়েছে ।

এবার ইউনিবিজয় সিলেক্ট করে টাইপিং করুন । ব্যাস আর কোন ঝামেলা রইলনা ।