অনেক সময় আমরা গ্রামীনফোন,বাংলালিঙ্ক,রবি ও এয়ারটেল এর "Customer Care Executive" এর সাথে কথা বলতে হলে অনেক wait করতে হয় আর অনেক balance শেষ করে ফেলে।
তাই আজ একটা পদ্ধতি বলতে যাচ্ছি যার মাধ্যমে ফ্রী গ্রামীনফোন,বাংলালিঙ্ক,রবি ও এয়ারটেল এর "Customer Care Executive" এর সাথে কথা বলতে পারবেন।আরসেই নং টি হল ১৫৮
1. প্রথমে গ্রামীনফোন, বাংলালিঙ্ক, রবি অথবা এয়ারটেল সিম থেকে১৫৮নাম্বারে কল করুন।
2.তারপর ভাষা Select করুন
3.তারপর আপনার অভিযগ Select করুন।
4.অতপর আপনার কাছে একটি sms আসবে এবং ২৪ ঘন্টার মধ্যে ১২১ থেকে কল করবে|